দুর্গাপুর সীমান্তে বিজিবি’র হাতে মাদকসহ আটক-২

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২১

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে মাদকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটককৃত দুজন উপজেলার জারিয়া ঝাঞ্জাইল এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. ওলিউর রহমান (৩০) ও একই এলাকার রুক্কু মিয়ার ছেলে মো. ইয়িয়াস হোসেন (৩৫)। এ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রবিবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত বিজয়পুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল দায়িত্বরত অবস্থায় ছিল। রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ১১৫০/৬-এস নং সীমান্ত পিলার হতে পাঁচ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিনালী নাম স্থানে মোটরসাইকেল যোগে আসতে দেখে দুজনকে। টহল দলের সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে। এ সময় তাদের সাথে রাখা ব্যাগে দুই বোতল ভারতীয় মদন পায়। পরে এগুলো জব্দ করে দুজনকে আটক করে বিজিবির সদস্যরা।

মোটরসাইকেল সহ মদ ও ব্যাগের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ১০ টাকা এবং আটককৃত দুজন ও জব্দকৃত মালামাল দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com