দুর্গাপুরে পিকনিক বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০
নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে পিকনিক বাস উল্টে ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহত ও নিহতরা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দারুলউলুম আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক। নিহত মাদ্রাসার ছাত্র হিমেল শেখ (১২)। সে ওই এলাকার দিনমজুর শুক্কুর শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার তদন্ত (ওসি) এন আলম।
স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। এ-সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে এই ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।
দুর্গাপুর থানার তদন্ত (ওসি) এন আলম জানান, এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে ও গুরুতর আহত হয়েছে ৩০ জনের বেশি। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্থানীয় একটি মাদ্রাসায় কিছু শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।