দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান’র যোগদান
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রাজিব উল আহসান।জানা যায়, তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত ম্যজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে তিনি দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে নেত্রকোনা জেলা প্রশাসক এর কার্যালয়ে যোগদান করেন।
এসময় নবাগত দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)রাজিব উল আহসান বলেন, দূর্গাপুর উপজেলা এরিয়া থেকে মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করতে কাজ করবেন বলে জানিয়েছেন।
এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
এ সময় উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ,স্হানীয় সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রাজিব উল আহসান জামালপুুর জেলার কৃতি সন্তান।