দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ওয়ালী হাসানের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , জানুয়ারি ২৫, ২০২১
ওয়ালী হাসানের উদ্যোগে মাস্ক বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হেভিওয়েট তৃণমূল প্রার্থী ওয়ালী হাসান তালুকদারের উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও সর্বস্তরের ভোটারদের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি রবিবার বিকেলে ওই ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে এ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন বিরিশিরি ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহমান, তৃণমূল আওয়ামী লীগ কর্মী নুর মিয়া, ইমরান ফকির, মোহাম্মদ আলী,শফিকুল ইসলাম, ইউপি মেম্বার সাহাব উদ্দিন, আশিকুল মিয়া, বিল্লাল মিয়া, ইব্রাহীম হোসেন, সেলিম মিয়া প্রমূখ।

মাস্ক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৪নং বিরিশিরি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ওয়ালী হাসান তালুকদার জানান, করোনা মহামারীর প্রাদূর্ভাব এখনো যায়নি। প্রচন্ড শীতকে ঘিরে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ওই ইউনিয়নের প্রান্তিক ভোটার, ব্যবসায়ী, পথচারীদের মাঝে বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করেছি। এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com