দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ওয়ালী হাসানের উদ্যোগে মাস্ক বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হেভিওয়েট তৃণমূল প্রার্থী ওয়ালী হাসান তালুকদারের উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও সর্বস্তরের ভোটারদের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি রবিবার বিকেলে ওই ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন বিরিশিরি ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহমান, তৃণমূল আওয়ামী লীগ কর্মী নুর মিয়া, ইমরান ফকির, মোহাম্মদ আলী,শফিকুল ইসলাম, ইউপি মেম্বার সাহাব উদ্দিন, আশিকুল মিয়া, বিল্লাল মিয়া, ইব্রাহীম হোসেন, সেলিম মিয়া প্রমূখ।
মাস্ক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৪নং বিরিশিরি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ওয়ালী হাসান তালুকদার জানান, করোনা মহামারীর প্রাদূর্ভাব এখনো যায়নি। প্রচন্ড শীতকে ঘিরে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ওই ইউনিয়নের প্রান্তিক ভোটার, ব্যবসায়ী, পথচারীদের মাঝে বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করেছি। এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।