তিনদিন পর জারিয়া লোকাল ট্রেন চালু, যাত্রীদের মনে স্বস্তি

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , মে ৩১, ২০২৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: কোন প্রকার নোটিশ ছাড়া টানা তিনদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার (৩১ মে) চালু হলো ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেললাইনে চালাচলকারী জারিয়া লোকাল ট্রেন। এতে যাত্রীদের মনে স্বস্তি। কর্তৃপক্ষ বলছেন, ইঞ্জিন সংকটের কারনে সাময়িক বন্ধ রয়েছে ট্রেনটি।

জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল পথে জারিয়া লোকাল ট্রেনটি দিনে ৪বার আসা যাওয়া করে। এর মাধ্যমে পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া উপজেলার হাজার হাজার যাত্রী প্রতিদিন স্বল্প খরচে নিরাপদে যাতায়াত করে থাকেন। গত মঙ্গলবার (২৮ মে) রাত থেকে ট্রেনটি কোন পূর্বনোটিশ ছাড়াই আসা যাওয়া বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এই লাইনে চলাচলকারী যাত্রী সাধারণ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠছে।

লেখক গবেষক আলী আহমদ খান আইয়োব জানান, জারিয়া লোকাল ট্রেনটি ১৯১৮ সালে ১লা মে থেকে এই পথে নিয়মিত চলাচল করছে। প্রথমে দিনে তিনবার আসা যাওয়ার করলেও পরে যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে বর্তমানে ট্রেনটি দিনে চারবার আসা যাওয়া করছে। এর মাধ্যমে অত্র এলাকার ৪টি উপজেলার হাজার হাজার যাত্রী সাধারন স্বল্প খরচে নিরাপদে যাতায়াত করে থাকে। কোন পূর্ব নোটিশ ছাড়া কয়েকদিন যাবত ট্রেনটি বন্ধ থাকার বিষয়টি দু:খজনক।

ময়মনসিংহ রেলওয়ে বিভাগীয় অঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর মো: শাহীনুর ইসলাম জানান, ইঞ্জিন সংকটের কারনে ট্রেনটি সাময়িক বন্ধ ছিল।

স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে, তিনি বিষয়টি রেলওয়ে উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করেন এবং পরদিনই পূর্বের নিয়মে লোকাল ট্রেনটি চালু করা হয়। আরো জানা গেছে, জারিয়া রোডে তিনি আন্তনগর ট্রেন চালু করার জন্য জাতীয় সংসদের প্রস্থাব রেখেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com