ডিবি’র অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় ১৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আনোয়ার ওরফে আলম (৪২) নামে এক মাদক কারবারিকে প্রেপ্তার করেছে জেলা গায়েন্দা শাখা(ডিবি-পূর্ব) নেত্রকোণা। গতকাল সোমবার (২২ মে) রাত অনুমান ১০:১০ ঘটিকার সময় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পশ্চিম লেংগুড়া গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার ওরফে আলম(৪২) কলমাকান্দা উপজেলার কালাপানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার কালাপানি গ্রাম হতে নিষিদ্ধ ফেনসিডিলসহ এসআই সাদ্দাম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) নেত্রকোণার অফিসার ইনচার্জ জনাব সায়েদুর রহমান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ মাদক কারবারি আনোয়ার ওরফে আলমকে (৪২) উল্লিখিত স্থান হইতে এসআই সাদ্দাম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।