জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে রাজপাড়া বাইতুল হামদ জামে মসজিদ উদ্বোধন

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২১
রাজপাড়া বাইতুল হামদ জামে মসজিদ

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে রাজপাড়া বাইতুল হামদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

রাজপাড়া এলাকাবাসী ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের একান্ত আগ্রহ ও সকলের প্রচেষ্টায় মসজিদে নামাজ আদায়ের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় সম্ভব হওয়ায় সকলেই মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেটাই প্রত্যাশা সকলের।

এর আগে বেলা সাড়ে ১২টায় এ মসজিদের প্রথম আজান দেন অত্র মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফয়জুল্লাহ সাহফী। এবং প্রথম জুমার নামাজে ইমামতি করেন ঘাগড়া চৌরাস্তা মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহের।
জুমার নামাজে বয়ান করেন পূর্বধলা কাছারি মসজিদের ইমাম মুফতি তোফাজ্জল হোসেন, কাশিমালা মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাবুদ্দিন। নামাজ শেষে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com