জমি সংক্রান্ত বিরোধে সীমানা বেড়াভাঙ্গচুর ও মেহগনী গাছ কাটার অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা দিগজান গ্রামের জমিসংক্রান্ত বিরোধে বাড়ির সীমানার বেড়াভাঙ্গচুর ও মেহগনী গাছ কাটার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে নেত্রকোনা সদর থানার মেদনী ইউনিয়নের দিগজান গ্রামের খাইরুল খা (৩০) পিতা জয়নাল খা সুরুজ খা , (৩২) পিতা চান খা , রুবেল খা (২৮) পিতা সোনা খা, আব্দুর রাজ্জাক (৩৮)পিতা চান খা , সোনা খা (৬০) কামাল খা (২৮) পিতা সোনা খা এর বিরুদ্ধে। গাছ টির মূল্য ৭,০০০ হাজার টাকা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রতন কুমার দাস দীর্ঘ ধরে দিগজান গ্রামে ৪ কাটা বাড়ি কিনে বসবাস করে আসিতেছে । এই এলাকায় পাশে বাড়ির প্রতিবেশী খায়রুল গং রা প্রায় সময় সীমানা নিয়ে প্রায় উচ্চ বাচ্য করত । এমন অবস্থায় রতন দাস বাড়িতে না থাকায় আজ বিকালে তার বাড়ির সীমানায় ডুকে খায়রুল ও তার লোকজনরা একটি মেহগনি গাছ ও বাড়ির সীমানার বেড়া বেঙ্গে পেলে দেয় । তাদের কিছু বলতে গেলে সংখালগু বলে অকত্ত ভাষায় গালি গালাজ করে ও মেরে পেলার হুমকি দেয় বলে জানায় তারা ।
জিডির বাদী রতন কুমার দাস বলেন আমি বাড়িতে না থাকায় প্রতিবেশী খায়রুল ও তার লোক জন আমার বাড়ির সীমানার ভেড়া ভেঙ্গে গাছ কেটে নিয়ে গেছে । এখন আমি আতংকে আছি । যেকোন সময় ওরা আমাকে মারতে পারে । এই বিষয়ে আমি আইনের সহযোগীতা চেয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দায় করেছি । এ বিষয়ে অভিযোগের বিবাদী খাইরুল মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি আমার জায়গা থেকে এই গাছ কেটেছি, আর রতনদার সাথে আমাদের কোন ঝামেলা নেই আর উনাকে কোনো হুমকিও দেইনি। যদি জানতাম বিষয়ডা এই পর্যায়ে যাবে তাহলে অবশ্যই উনাকে বলে গাছটা কাটতাম।