জনসেবার দৃঢ় প্রত্যয়ে উপজেলা পরিষদে কাজ করতে চান ‘রাশেদ খান সুজন’

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদন : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণা জেলার পূর্বধলায় গরীব-দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে চান যুব সংগঠক রাশেদ খান সুজন। তিনি পূর্বধলা উপজেলাধীন ঐতিহ্যবাহী খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় খানপাড়া গ্রামের বাসিন্দা।

রাশেদ কুদ্দুছ খান সুজন (এম.কম – এম.বি.এ) মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল কুদ্দুছ খান ( এটিও) সাহেবের ছেলে এবং সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাননান খান ( আইজি) সাহেবের ভাতিজা ।

রাশেদ কুদ্দুছ খান সুজন, সাবেক ছাত্র নেতা ও যুব সংগঠক, প্রতিষ্ঠাতা : বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান পাঠাগার ও মহীয়সী নারী কল্যান পাঠাগার, সাধারণ সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন ,সদস্য : লায়ন্স ক্লাব ময়মনসিংহ ,উপদেষ্টা : পূর্বধলা সাংস্কৃতিক পরিষদ , সহ-সভাপতি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন, পূর্বধলা শাখা, উপদেষ্টা রাজপাড়া স্পোর্টিং ক্লাব,পূর্বধলা, দাতা সদস্য : খলিশাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি জানান, বাবা, চাচা তথা পরিবারের উত্তরসুরীদেরকে অনুসরণ করে, মুক্তিযুদ্ধের পক্ষে সামাজিকতা বজায় রেখে, ধর্ম বর্ন নির্বিশেষে পূর্বধলায় গরীব-দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চান। এজন্য তিনি পূর্বধলার আপামর জনসাধারণের সুখে, দুঃখে পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন আশা করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com