জনসেবার দৃঢ় প্রত্যয়ে উপজেলা পরিষদে কাজ করতে চান ‘রাশেদ খান সুজন’
নিজস্ব প্রতিবেদন : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণা জেলার পূর্বধলায় গরীব-দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে চান যুব সংগঠক রাশেদ খান সুজন। তিনি পূর্বধলা উপজেলাধীন ঐতিহ্যবাহী খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় খানপাড়া গ্রামের বাসিন্দা।
রাশেদ কুদ্দুছ খান সুজন (এম.কম – এম.বি.এ) মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল কুদ্দুছ খান ( এটিও) সাহেবের ছেলে এবং সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাননান খান ( আইজি) সাহেবের ভাতিজা ।
রাশেদ কুদ্দুছ খান সুজন, সাবেক ছাত্র নেতা ও যুব সংগঠক, প্রতিষ্ঠাতা : বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান পাঠাগার ও মহীয়সী নারী কল্যান পাঠাগার, সাধারণ সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন ,সদস্য : লায়ন্স ক্লাব ময়মনসিংহ ,উপদেষ্টা : পূর্বধলা সাংস্কৃতিক পরিষদ , সহ-সভাপতি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন, পূর্বধলা শাখা, উপদেষ্টা রাজপাড়া স্পোর্টিং ক্লাব,পূর্বধলা, দাতা সদস্য : খলিশাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনি জানান, বাবা, চাচা তথা পরিবারের উত্তরসুরীদেরকে অনুসরণ করে, মুক্তিযুদ্ধের পক্ষে সামাজিকতা বজায় রেখে, ধর্ম বর্ন নির্বিশেষে পূর্বধলায় গরীব-দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চান। এজন্য তিনি পূর্বধলার আপামর জনসাধারণের সুখে, দুঃখে পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন আশা করেন।