জনতার হাতে ধাওয়া খেলেন এমপি
ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় যশ-এর তাণ্ডবে খুলনার কয়রা সুন্দরবন উপকুলীয় অঞ্চলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দেখতে গিয়ে জনতার ধাওয়া খেলেন খুলনার-৬ (কয়রা-পাইকগাছা) সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি অস্বীকার করে অস্বীকার আক্তারুজ্জামান এমপি বলেন, তাকে বহনকারী ট্রলারে কাদা ছুঁড়ে মারা হয়নি। কয়েক হাজার মানুষ বেড়িবাঁধ নির্মানে কাজ করছিলে। সেখানে গেলে তাকে দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন। বার বার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে সংসদ সদস্যের ওপর তাদের ক্ষোভ।
এলাকাবাসী জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় যশ-এর প্রভাবে জলোচ্ছ্বাসে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধটি ভেঙে যায়। ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়। ফলে পানিবন্দি হয়ে পড়ে প্রায় ১৫ হাজার মানুষ। পাউবো বাঁধটি মেরামত করতে না পারায় স্বেচ্ছাশ্রমে উপজেলার প্রায় তিন হাজার মানুষ বাঁধ মেরামতে নামেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, কিছু উচ্ছৃঙ্খল মানুষ একটু সমস্যা করছিল। পরে এমপি সাহেব বক্তব্য দিলে তারা আবার শান্ত হয়ে যান।