ছেলের উপর রাগান্নিত হয়ে কুকুরের নামে সম্পত্তি লিখে দিলেন পিতা

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ , জানুয়ারি ২, ২০২১

ভা’রতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চৌরায়ি মহকুমা’র বাদিওয়াড়া গ্রামের বাসিন্দা ওমনারায়ণ বর্মা পেশায় কৃষক। দুটি বিয়ে করেছেন তিনি। প্রথম স্ত্রী’র ঘরে তিন মে’য়ে এবং এক ছে’লে রয়েছে তার। দ্বিতীয় স্ত্রী’র ঘরে দুই মে’য়ে। এছাড়া বাড়িতে জ্যাকি নামে ১১ মাসের একটি পোষা কুকুরও আছে।

সন্তানরা দেখাশোনা করে না বলে রাগ করে দ্বিতীয় স্ত্রী’ ও পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন ভা’রতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এর মধ্যে রয়েছে ২১ একর জমিও। মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া জে’লার চৌরায়ি মহকুমা’র বাদিওয়াড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার পর অ’বাক হয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি নিজের শেষ উইলে ওমনারায়ণ নিজের সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী’ চ’ম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন। উইলের বিষয়ে তিনি জানান, তার মৃ’ত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী’ চ’ম্পা বাঈ পাবেন। বাকি অর্ধেক জ্যাকির। যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই ওই বাকি সম্পত্তি পাবেন। সেই সম্পত্তি জ্যাকির মৃ’ত্যুর পর তিনিই পাবেন।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা কেউই তার দেখভাল করেনি। তার দ্বিতীয় স্ত্রী’ এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। এ ছাড়া তার মৃ’ত্যুর পর জ্যাকির দেখভালও হয়তো কেউই করত না। তাই এসব ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, গ্রামের পঞ্চায়েত প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘ছে’লেমে’য়েদের সঙ্গে ওমনারায়ণের ঝামেলা চলছিল। তাই রাগের মা’থায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আম’রা তার সঙ্গে কথাও বলেছি।’ তবে এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের অনেকেই অ’বাক হয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com