চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল চুরি আটক ১


চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল ও অটোরিক্সা চুরির অন্যতম সদস্য মো. রনি (২৫) নামে এক চোরকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রুপসা বাজার থেকে ফরিদগঞ্জ থানা পুলিশের এস,আই বারাকাত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিন রুপসা গ্রামের মো. ইউনুস হাফেজের বাড়ির টিনসেট ঘরের তালা ভেঙ্গে হোন্ডা চোরেরা প্রবেশ করে। এবং হোন্ডার ঘাড়লক ভেঙ্গে হোন্ডাটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন টের পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন সহ চোরের দলকে ধাওয়া করা হয়। চোরের দল হোন্ডা বাইকটি নিয়ে যাওয়ায় সময় এলাকাবাসী রনি নামের এক চোরকে চিনে ফেলে। মোঃ রনি রুপসা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। রনি তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলে করে দ্রুত বেগে চলে যায়।
হোন্ডার মালিক আনন্দ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ হোসেনের ছোট ভাই মো.আহসানুল করিম। তিনি একটি ঔষধ কোম্পানি চাকুরী করেন। চাকুরীর সুবাধে মাসিক কিস্তিতে এই বাইকটি ক্রয় করেন। এ বিষয়ে মো. আহসানুল করিম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের আলোকে তিনি জানান, হোন্ডা কোম্পানীর লিভো ১১০ সিসি মোটরসাইকেলটি এক লক্ষ ষোল হাজার টাকা দিয়ে গত ছয় মাস আগে তিনি ক্রয় করেন। সোমবার দিবাগত রাতে চোর রনিসহ হোন্ডা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই বারাকাত উল্যা সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেয়ে রনিকে স্থানীয় রুপসা বাজার থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে সত্যতা স্বীকার করেন।
অন্যদিকে এলাকাবাসী আরো উপজেলার কবি রুপসা গ্রামের ইউপি সদস্য মনির হোসেনের কয়েকদিন আগে চুরি হওয়া মোটরসাইকেল ও দক্ষিন রুপসা গ্রামের মিন্টু মিয়ার অটো রিক্সা চুরি সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মোটরসাইকেল এবং অটো রিস্কা ও অটো রিস্কার ব্যাটারি চুরির সাথে এই চক্রটি জড়িত। ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিগত দিনে চুরি হওয়া হোন্ডার অনুসন্ধানের জন্য এই চক্রটিকে গ্রেফতারের দাবী জানান স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন বলেন, চুরির মামলা রুজু হয়েছে। চুরি হওয়া হোন্ডা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। চোর চক্রটিকে ধরতে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।