গাড়ির ড্যাশবোর্ড এর গোপন কামরা থেকে ৪০০ কেজি গাঁজা উদ্ধার, দু’জন আটক

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ , জানুয়ারি ৫, ২০২১

ডেস্ক রিপোর্ট : কাভার্ডভ্যানে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ঢাকার মাতুয়াইল থেকে দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায় গাড়ির ভেতরে গোপন কামরা তুই করে সীমান্ত এলাকা থেকে এই মাদক আনা হতো। তল্লাশিতেও ধরা পড়তো না। আলিবাবা চল্লিশ চোর সিরিয়ালের কোন দৃশ্য নয় আদি মাদক চোরাচালানের প্রযুক্তিনির্ভর উপায় গাড়ির এই গোপন ক্যামরায় খুলতে সময় লাগে ৩০ সেকেন্ডের কম সময়।ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকায় সংগ্রহের পথে কাভার্ডভ্যানে ৪৮ কেজি গাঁজা নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় মাদক পাচারকারীরা। ঢাকার মাতওয়ালী দ্বীপের গোয়েন্দা বিভাগের তল্লাশিতে অভিনব কায়দায় মাদক পাচারের বিষয়টি ধরা পড়ে। গাড়ির ড্যাশবোর্ড থেকে সুইচ এর মাধ্যমে গোপন কামরা টিন হাইড্রোলিক দরজা খোলা ও বন্ধ করা যায়। ঢাকা মহানগর এলাকায় করোনার মাঝেও ২০২০ সালে প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com