গরু চুরি মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ মোঃ অলিউল্লাহ শেখ, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গরু চুরি মামলায় পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য জানান।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও উপজেলার চরকাটিহারী গ্রামের ইমান আলীর ছেলে ওমর ফারুক (৩৮)।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই হোসেনপুর উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি হয়। পরে এ গরু চুরির ঘটনা হোসেনপুর থানায় একটি অভিযোগ করা হয়। পরে সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মাধখলা এলাকায় গরু-বাছুর বিক্রি করার উদ্দেশে বাজারে নিয়ে যাওয়ার পথে সাইফুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি চোরাই গরু-বাছুর উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে গরুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com