খুব সহজে বের করুন লাটারির মাধ্যমে সরকারী বিদ্যালয়ের ভর্তি ফলাফল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , জানুয়ারি ১১, ২০২১

সরকারী বিদ্যালয়ের ভর্তি ফলাফল 2021 প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 11 জানুয়ারী, 2021, বিকাল সাড়ে তিনটায়। লটারি সরকারী বিদ্যালয়ে ভর্তির ফলাফল ক্লাস 1 থেকে 9 ম শ্রেণির জন্য প্রকাশিত হয়েছে ফলাফল উপর প্রকাশিত ফলাফল জিএসএ টেলিটক কম বিডি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট স্কুল নোটিশ বোর্ড। এটি প্রকাশিতও হয়েছে gsaresult.teletalk.com.bd , www.gsa.teletalk.com.bd শিক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষের জন্য ওয়েবসাইট। সেখানে নতুন একটি ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট বের করুন।

নির্বাচিত শিক্ষার্থীদের মাধ্যমে অবহিত করা হবে সরকারী স্কুল লটারি ফলাফল 2021 এর জন্য মোবাইল এসএমএস। সরকারী বিদ্যালয়ে লটারির ফলাফল প্রকাশ দিবসে অভিভাবকরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে অংশ নিতে সক্ষম হবেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে। লটারি প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে করা হবে। এই ফলাফলের ভিত্তিতে, ভর্তি প্রক্রিয়া ইন সরকারি স্কুলগুলি ২০২১ শিক্ষাবর্ষে শেষ হবে। তবে লটারির ফলাফল প্রকাশের পরে, ক্যাচমেন্ট এরিয়া এবং অন্যান্য কোটায় নির্বাচিত শিক্ষার্থীরা থাকবে প্রয়োজনীয় নথি জমা দিতে। ভর্তি কমিটি সমস্ত নথি যাচাই করে ভর্তি সম্পন্ন করবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com