কোম্পানিগঞ্জে সাংবাদিক নিহতের প্রতিবাদে ধোবাউড়া প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছবি: ধোবাউড়া প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধোবাউড়া প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির নিহতের প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ধোবাউড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মঞ্জুরুল হক, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আমাদের নতুন সময় প্রতিনিধি ফজলুল হক, দৈনিক খবরপত্র প্রতিনিধি কামরুল হাসান রবি।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল হাশেম, ডেইলি অবজারভার প্রতিনিধি শাহীনুজ্জামান প্রিন্স, দৈনিক সংবাদ প্রতিনিধি শামসুল হক মৃধা, জনতার কন্ঠস্বর প্রতিনিধি আঃ মতিন মাসুদ, আজকের খবর প্রতিনিধি আনিসুর রহমান, প্রেসক্লাবের সদস্য ডাঃ আলমান খান প্রমূখ।
বক্তারা অবিলম্বে দুষিদের শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com