কেন্দুয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাস পিছন দিক থেকে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোনাই মিয়া (৩২) নামে ১ জন নিহত ও ৫জন আহত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) ভোর রাতে কেন্দুয়ার সাহিতপুর বাজারে কাছে আটিগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সোনাই মিয়া মদন উপজেলার চন্দ্রাতলা গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া নি।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হিরণ এন্টার প্রাইজ নামে যাত্রীবাহী বাস কেন্দুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে কেন্দুয়ার আটিগ্রাম এলাকায় পৌছলে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থলেই সোনাই মিয়া মারা যায়।আগতদের স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।