কৃষকের পাকা ধান কেটে দিলো দুর্গাপুর উপজেলা যুবলীগ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , মে ১, ২০২৩

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের দরিদ্র কৃষক জালাল মিয়ার ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে ওই কৃষকসহ অন্যান্য দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেয়া হয়।

উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা মোহাম্মদ নবী, মোঃ শামীম, জহিরুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম সহ প্রায় ৫০ জন নেতা-কর্মি এই ধান কাটায় অংশগ্রহণ করেন।

কৃষক জালাল মিয়া বলেন, তার জমির ধান পেকে গেলেও দিন মজুর না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। এ খবর শুনে যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ভাই বেশ কিছু লোক নিয়ে এসে তার জমির ধান কেটে বাড়িতে এনে দিয়ে গেছেন। এতে আমি খুবই খুশি, ধন্যবাদ জানাই শেখ হাসিনা কে।

যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি বলেন, সারা দেশে চলতি মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্মকে আহবান জানান যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলসেই আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র আমার এলাকায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছি আমরা। শুধু তাই নয়, গত বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারে ঘর মেরামত, বিয়ে বাড়িতে গিয়ে নানা কাজে সহায়তাও করে থাকে উপজেলা যুবলীগ কর্মীরা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com