কলাপাড়ায় আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর মৃত্যুবার্ষিকী পালিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্টি সমাজসেবক মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আনন্দ টিভি পরিবার কলাপাড়া’র আয়োজনে ১৮ জানুয়ারী সোমবার সকালে কলাপাড়া রিপোর্টার্স কাব মিলনায়তনে মরহুমের আত্মার মাখফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও কোরআন তেলোয়াত করা হয়।
এসময় আনন্দ টিভির কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, কলাপাড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স কাবের সভাপতি এস. কে .রঞ্জন, সহ সভাপতি হাজী নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক,প্রচার সম্পাদক ইমন আল আহসান, সদস্য গৌতম চন্দ্র হালদার, প্রনব নারায়ন বিশ্বাস, মো. আল আমিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তা, সাধারণ সম্পাদক মো. আরিফ সিকদার সহ বিভিন্ন ইলেকট্রোনিক্স ও প্রিন্টি মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মো. মোস্তফা।