কলাপাড়ার ডালবুগঞ্জে ক্ষতিগ্রস্থদের মাঝে গুড নেইবারস্’র সহায়তা প্রদান

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১১, ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ ও জাপান বাংলাদেশ প্লাটফর্মের অর্থায়নে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ দেড় হাজার পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।

গত বছরে বয়ে যাওয়া প্রলঙ্গকারী ঘূর্ণিঝড় আম্পানে উপক‚লের জনপদ লন্ডভন্ড করে দেয়। কৃষকের উৎপাদিত ফসলের উপর হানা দিয়ে নিস্ব করে দেয়। তাদের খানিকটা সহায়তার হাত বাড়িয়ে দেয় আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ জাপান প্লাটফর্মের অর্থায়নে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল ও ২ কেজি লবন বিতরণ করা হয়। এ ছারা দুই শত পরিবারের মাঝে প্রত্যেককে ১০ ফুটের ১৪ পিস করে ঢেউটিন বিতরণ করা হয় বলে গুড নেইবাস্’র সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছেন।

১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়াম্যান শাহাব আলী মুন্সির সভাপতিত্বে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস,ইনকাম জেনারেশন অফিসার পরক, ফিল্ট ফ্যাসিলিটর নুরুল ইসলাম খান পলাশ, মুছা কালিমুল্লা,রাজিব মাতুব্বর, এনামুল প্রমুখ উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com