কলমাকান্দায় মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ
মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নিকুঞ্জ মন্ডল স্থানীয় সংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন তাদের হুমকি-ধামকিসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ডোয়ারিকোনা এলাকায় সাত শতক জমি নিয়ে ভজন চন্দ্র দাসদের সঙ্গে প্রতিবেশী ধীরেন্দ্র মন্ডলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভজন দাসদের দাবি, ওই জায়গাটি তারা ওয়ারিশানামূলে পেয়েছেন। আর ধীরেন্দ্র মন্ডলদের দাবি, জায়গাটি তাদের দাদা সুধীন্দ্র চন্দ্র ১৯৫৩ সালে মূল মালিক পানাই রাম দাসের কাছ থেকে কিনেছেন। বর্তমানে ধীরেন্দ্র মন্ডল ও তার ভাই বীরেন্দ্র মন্ডল এই জায়গার মালিক। দুই ভাইয়ের নামে ১৯৮২ সাল থেকে জায়গার মাঠ রেকড (বিআরএস) রয়েছে। গত বছর ওই জায়গায় একটি দোকানঘর করে বীরেন্দ্র মন্ডল স্যানিটারি মালামাল রেখেছিলেন। কিন্তু গত ৮ জানুয়ারি ভজন দাস ও সুজন দাসসহ তাদের লোকজন ঘরসহ জায়গাটি দখলে নিয়ে মালামাল লুট করে।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি ও আহত হয়। পরে দুই পক্ষই পৃথকভাবে থানায় মামলা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, এ ধরণের কোন লিখিত অভিযোগ এখনো দেখিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।