কলমাকান্দায় কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , মে ১৫, ২০২১

কলমাকান্দা সংবাদদাতা: নেত্রকোনার কলমাকান্দায় স্বামী মো. রুক্কু মিয়া(৩৫) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রুবিনা আক্তার(২৭)।এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে।

নিহত স্বামী রুক্কু মিয়া পূর্বধলা উপজেলার লেটির কান্দা গ্রামের মোঃ সামছু উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে সন্তানদের দেখার জন্য সন্তানদের নানা বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। ঈদের দিন (১৪ মে) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন রুক্ক মিয়া। ঘুমের মধ্যেই গভীররাতে কুড়াল দিয়ে কুপিয়ে স্বামী রুক্ক মিয়াকে নির্মমভাবে খুন করেন স্ত্রী রুবিনা আক্তার।

রুক্কু ও রুবিনার ১০ বছরের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। কিন্তু কয়েকমাস আগে রুবিনা রুক্কুকে তালাক দেন। ঈদে সন্তানদের দেখার জন্য মূলত শ্বশুর বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। রুবিনা আক্তার কৈলাটি গ্রামের মোঃ ফজলুর রহমানের মেয়ে।

কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ মো. এ.টি.এম মাহমুদুল হক ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুবিনা আক্তারকে আটক করেছি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com