কলমাকান্দায় কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা
কলমাকান্দা সংবাদদাতা: নেত্রকোনার কলমাকান্দায় স্বামী মো. রুক্কু মিয়া(৩৫) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রুবিনা আক্তার(২৭)।এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে।
নিহত স্বামী রুক্কু মিয়া পূর্বধলা উপজেলার লেটির কান্দা গ্রামের মোঃ সামছু উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে সন্তানদের দেখার জন্য সন্তানদের নানা বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। ঈদের দিন (১৪ মে) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন রুক্ক মিয়া। ঘুমের মধ্যেই গভীররাতে কুড়াল দিয়ে কুপিয়ে স্বামী রুক্ক মিয়াকে নির্মমভাবে খুন করেন স্ত্রী রুবিনা আক্তার।
রুক্কু ও রুবিনার ১০ বছরের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। কিন্তু কয়েকমাস আগে রুবিনা রুক্কুকে তালাক দেন। ঈদে সন্তানদের দেখার জন্য মূলত শ্বশুর বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। রুবিনা আক্তার কৈলাটি গ্রামের মোঃ ফজলুর রহমানের মেয়ে।
কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ মো. এ.টি.এম মাহমুদুল হক ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুবিনা আক্তারকে আটক করেছি।