ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে পূর্বধলা থানা প্রাঙ্গণে নানা আয়োজন


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে পূর্বধলা থানা প্রাঙ্গণে রোববার বিকাল ৩টার দিকে কেক কাটা, আলোচনা সভা, সবার মধ্যে মিষ্টিবিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগণ, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ সর্বসাধারণ।এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়ন সমৃদ্ধি ধরে রাখার বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম।