এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির রোগ মুক্তি কামনা করে পূর্বধলা উপজেলা কৃষকলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্বধলা প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির আশু রোগ মুক্তি কামনায় পূর্বধলা উপজেলা কৃষকলীগের আয়োজনে দোয়া মাহফিল শনিবার রাতে ষ্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা কৃষকলীগের যুগ্ম -সাধারন সম্পাদক মোঃ সাইকুল ইসলাম, দপ্তর সম্পাদক এরশাদ হোসেন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বাচ্চু, বিশকাকুনি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফারুক আহম্মেদ প্রমূখ। আলোচনা শেষে স্মৃতি এমপির আশু রোগ মুক্তি কামনাসহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া পারভিন খানম মনিসহ দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আমজাদ হোসেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি তার নির্বাচনী এলাকায় অবস্থান করা কালে অসুস্থ হয়ে পরেন।পরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এসময় তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়। ১৮ জানুয়ারি পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসায় বর্তমানে তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে ।