একাদশ শ্রেণীতে পড়া হলো না ফারজানা জাহান পান্না’র
আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলায় গতকাল সোমবার দিবাগত রাতে ফারজানা জাহান পান্না (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শালথী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফারজানা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়েনের নাগাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলীর মেয়ে। তার গ্রামের বাড়ি নাগাইন।
শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাবুল মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, ফারজানা গত সোমবার রাত ১০টার দিকে পেটে গ্যাসজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে চিকৎসার পর তাকে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। ফারজানা স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার ভারপাপ্ত সভাপতি বদরুজ্জামান, বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফারজানা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়েনের নাগাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলীর মেয়ে। তার গ্রামের বাড়ি নাগাইন।। সোর্স লিংক।