একাদশ শ্রেণীতে পড়া হলো না ফারজানা জাহান পান্না’র

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , জুন ২৯, ২০২১

আল মুনসুর:  নেত্রকোণার পূর্বধলায় গতকাল সোমবার দিবাগত রাতে ফারজানা জাহান পান্না (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শালথী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফারজানা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়েনের নাগাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলীর মেয়ে। তার গ্রামের বাড়ি নাগাইন।

শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাবুল মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, ফারজানা গত সোমবার রাত ১০টার দিকে পেটে গ্যাসজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে চিকৎসার পর তাকে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। ফারজানা স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার ভারপাপ্ত সভাপতি বদরুজ্জামান, বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফারজানা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়েনের নাগাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলীর মেয়ে। তার গ্রামের বাড়ি নাগাইন।। সোর্স লিংক।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com