উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পুজা উদযাপন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২১

নেত্রকোণা প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে নেত্রকোণা জেলার মন্ডপে ও বাসাবাড়িতে চলছে বিদ্যা, বুদ্ধি,জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর পূজা অর্চনা। সকাল সকাল উপোস থেকে পুরোহিতের অঞ্জলীর মন্ত্রে কন্ঠে মিলিয়ে দেবীর চরণে পুস্পাঞ্জলি দিয়ে ভক্তরা প্রার্থনা করে। আর সরস্বতী দেবীর আর্শিবাদ নিয়ে অনেক শিশুর হাতে খড়ি দিয়ে বিদ্যা চচার্র সুচনা এই দিনে।

তবে করোনা দূর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর নেত্রকোণার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়নি। বাসাবাড়িতে একদিনের পূজা শেষ হলেও বিভিন্ন পাড়া মহল্লার মন্ডপগুলোতে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, আরতিসহ সাংস্কৃতিক অনুষ্টান চলবে বৃহস্পতিবার পর্যন্ত । শান্তি পূর্ন পরিবেশে পুজা উদযাপনে লক্ষে নিরাপত্তার জোরদার করছে নেত্রকোণা জেলা পুলিশ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com