উপজেলা সীমানা তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
আব্দুর রহমান,নেত্রকোণা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের প্রতিটি উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সফল হচ্ছে।
আজ দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বারহাট্টা উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৭ লক্ষ টাকা ব্যয়ে সীমানা তোরণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য নজরুল ইসলাম ফকির সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।