উপজেলা তাঁতী লীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান আর নেই

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , মে ২৯, ২০২১
নজরুল ইসলাম খান আর নেই

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্ব ভিকুনীয়া গ্রামের মৃত আবুল কাশেম এর দ্বিতীয় সন্তান নজরুল ইসলাম খান সকল মায়ার বন্ধন ছিন্ন করে না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।শনিবার (২৯ মে) সকাল ৮ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার জানাজার নামাজ আজ (২৯মে) শনিবার ৫:৩০মিনিটে মরহুমের নিজ বাড়ি পূর্ব ভিকুনীয়ায় অনুষ্ঠিত হবে। তিনি ছাত্রজীবনে উপজেলা ছাত্র সমাজ থেকে শুরু করে ২নং হোগলা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পূর্বধলা আসনের সাবেক এমপি মরহুম অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর সাথে আওয়ামী লীগের যোগদান করেন। বাংলাদেশ তাঁতীলীগ পূর্বধলা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২ ভাই ১ বোন, স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com