ইপিআই (বিসিজি) টিকা দেয়ার পর শিশু গুরুতর অসুস্থ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ইপিআই (বিসিজি) টিকা দেয়ার পর থেকে দুই মাস চৌদ্দ দিন বয়সী শিশু তাসলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বন্দেরপাড়া গ্রামের মো: স্বপন মিয়ার ছেলে। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন উপস্বর্গ দেখা দিয়েছে।
জানা যায়, গত (৩ জুন) বৃহস্পতিবার বন্দেরপাড়া গ্রামের বুলবুলের বাড়ীর টিকাদান কেন্দ্রে শিশুটিকে ইপিআই (বিসিজি) টিকা দেয়া হয়। টিকা গ্রহনের পর থেকেই শিশুটির শরীরে জ্বর আসে এবং খচুনি হয়। স্থানীয় বাজার থেকে নাফাডল সিরাফ সেবন করা হয়। জ্বর থেকে শিশুটির খিচুনি শুরু হলে শনিবার ভোর ৪টায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা উন্নতি না হলে পরদিন দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। টিকা নেওয়ার পর থেকেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানান শিশুটির পিতা মো: স্বপন মিয়া।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শাহীনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। ৩ তারিখে টিকা হয়েছে ৫ তারিখে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। যেহেতু আমাদের শিশু ডাক্তার নাই তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়। শিশুটির বিষয়ে জিজ্ঞাস করলে জেলা সিভিল সার্জন সেলিম মিঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এবিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত টিম গঠন করেছেন বলে জানান। ভায়ালে কোন সমস্যা আছে কিনা তা কথিয়ে দেখতে হবে। তদন্ত প্রতিবেদন সিভিল সার্জন অফিস থেকে সংগ্রহ করার কথা জানান।