ইন-সার্ভিস ট্রেনিং ইন্সপেক্টর রুহুল কুদ্দুছ খান’র ইন্তেকাল

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , মে ১০, ২০২২
ছবি: মরহুম রুহুল কুদ্দুছ খান

পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা) : নেত্রকোণার পূর্বধলা উপজেলাধীন খলিশাউর ইউনিয়নের খানপাড়া নিবাসী ও ময়মনসিংহ ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ইন্সপেক্টর (ওসি) মোহাম্মদ রুহুল কুদ্দুছ খান (ডাক্তার) মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওই খলিশাউড় গ্রামের সাবেক এটিও মরহুম আব্দুল কুদ্দুছ খানের বড় ছেলে, সাবেক অতিরিক্ত ডিআইজি মরহুম আবদুল হাননান খান (আইজিপি পদমর্যাদা) এঁর ভাতিজা ও সমাজকর্মী যুব সংগঠক রাশেদ কদ্দুছ খান সুজন এঁর বড় ভাই।

জানা গেছে, তিনি দীর্ঘ দুই বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। রাতে অসুস্থতা বেড়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উনাকে নিয়ে যাওয়া হয়।মঙ্গলবার (১০ মে) রাত ১টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ৫০ বছর। তিনি ১ ভাই, ৬ বোন, স্ত্রী ১ ছেলে, ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম রুহুল কুদ্দুছ খানের স্বজন জাকির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ মে) বেলা এগারো টায় ময়মনসিংহ পুলিশ লাইনে প্রথম জানাজা ও বাদ আছর নিজ বাড়ি খলিশাউড় খানপাড়ায় অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ভাই সমাজকর্মী ও যুব সংগঠক রাশেদ কদ্দুছ খান সুজন উনার মৃত্যুতে সকলের কাছে দোয়া কামনা করেছেন। উনার মৃত্যুতে কর্মস্থলের সকল পুলিশ এবং উপজেলার সর্বস্তরের লোকজন শোকাহত।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com