আলহাজ্ব বাবুল আলম তালুকদারের ফেসবুক আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেত্রকোনা জেলা শাখার সদস্য ও পূর্বধলা উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের ব্যক্তিগত ফেসবুক আইডি পাসওয়ার্ড হ্যাক করে কে বা কাহারা আপত্তিকর পোস্ট করেছে। মঙ্গলবার (১৩ই জুলাই) সকাল ১০ ঘটিকার সময় ফেসবুক চালানোর এক পর্যায়ে তার চোখে পড়ে। এবিষয়ে নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ৫৬৩, তা-১৩/০৭/২১ইং।
আলহাজ্ব বাবুল আলম তালুকদার জানান, সকাল ১০ টায় ফেসবুক খুলে দেখি অজ্ঞাত নামা কে বা কাহারা আমার আইডি হ্যাক করে আপত্তিকর পোষ্ট করেছে। যা প্রকাশ করার মতো না। এতে আমার সম্মানে আঘাত হানে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি।
তিনি আরো বলেন, বলেন আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি। সকলকে ভালবাসার চোখে দেখি । কিন্তুু আমি জানিনা কে বা কাহারা এমন নীচমনা গর্হিত কাজ করেছে। আমি এজন্য নিন্দা জানাই। আলহাজ্ব বাবুল আলম তালুকদার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়ন এর পূর্বধলা বাজারের মৃত আ: হামিদের ছেলে।