আটপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ঔষুধের দোকানকে জরিমানা


আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি: সারাদেশে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে চলছে লক ডাউনের ৩য় দিন৷ কঠোর লক ডাউনের (৩য় দিন) নেত্রকোণার আটপাড়ায় কঠোরভাবেই লকডাউন বাস্তবায়িত হচ্ছে। লক ডাউন বাস্তবায়ন করতে ম্যাজিস্ট্রেট এর নেত্তৃত্বে মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশি বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন এবং প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ।
আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সুলতানা রাজিয়া বলেন শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণ এ অভিযানে, আটপাড়ার ব্রুজের বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৫টি ঔষুধের দোকান কে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।