আজ পবিত্র শবে মেরাজ, এ রাতে মহানবী (স) ঊর্ধ্বাকাশে গমন করেন
ধর্মীয় ডেস্ক: আজ ১১মার্চ ২০২১, বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। এ রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহ তায়ালার সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। জিকির-আজকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবে মেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা।
হাদিস ও সাহাবিদের বর্ণনানুযায়ী, মেরাজের রাতে ফেরেশতা জিব্রাইল (আ.) রাসুল (সা.)-কে নিয়ে কাবা শরিফের হাতিমে যান। জমজমের পানিতে অজুর পর বোরাক নামক বাহনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। এরপর প্রথম আকাশে পৌঁছে হজরত আদম (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে সাত আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হজরত ইসা (আ.), হজরত ইয়াহইয়া (আ.), হজরত ইদ্রিস (আ.), হজরত হারুন (আ.), হজরত মুসা (আ.) ও হজরত ইব্রাহিম (আ.)-এর সঙ্গে।
শবে মেরাজ উপলক্ষে আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।