বে পরোয়া ট্রাক চালানোর দায়ে ভ্রাম্যমান আদালতে চালককে কারাদণ্ড

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , জানুয়ারি ১২, ২০২১
পূর্বধলা(নেত্রকোনা): ১২ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় ইসমাঈল ইসলাম (২৪) নামের এক ট্রাক চালককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে ২০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে কুলসুম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাঈল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে কুলসুম জানান, তিনি আজ বিকেলে জেলা থেকে দাপ্তরিক কাজ শেষে তার ব্যবহৃত গাড়ি দিয়ে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে কর্মস্থলে ফিরছিলেন। পথে উপজেলার ইসবপুর নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক ঢাকা মেট্রো ট-৯১৫৩ ওভারটেক করলে তাঁর গাড়িতে ধাক্কা লাগার উপক্রম হলেও ( ইউএনও’র) চালকের বিচক্ষণতায় বড়ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যান তারা।
তাৎক্ষণিক ইউএনও পুলিশকে বিষয়টি অবহিত করলে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই দ্রুত গতির ট্রাকটিকে সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে । পরে ভ্রাম্যমানে দন্ডিত করা হয়।
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com