অসহায় হাজেরা আক্তারের পাশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , মে ২০, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা : ষাটোর্ধ্ব বয়স হাজেরা আক্তারের পাশে নেই কোন আপনজন বিভিন্ন সমস্যা এবং রোগে শোকে ভুগছিলেন হঠাৎ ফোন আসে প্রতিমন্ত্রীর ফোনে এবং খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ছুটে যান হাজেরা আক্তারের পাশে আর তার হাতে তুলে দেন নগদ ৩০ হাজার টাকার চেক।

প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বৃহস্পতিবার দুপুরে কেউ একজন ফোনে কল দিয়ে এই অসহায় নারীর কথা আমাকে জানান। পরে খোঁজ নিয়ে ঘটনার সতত্যা পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদান নগত ত্রিশ হাজার টাকার চেক তোলে দেওয়া হয় নেত্রকোনা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাজেরা আক্তারের হাতে । তিনি যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন।

সহযোগিতা পেয়ে হাজেরা আক্তার বলেন, ‘খুবই কষ্ট করছিলাম। মন্ত্রী খবর পাইয়া আমার কাছে আইছে। আমারে অনেক গুলো টাকা দিছে। এইডি দিয়া চিকিৎসা এবং অনেকদিন ভাল কিছু খাওন যাইব। হেইলা (প্রতিমন্ত্রী) নিজে ও সরকারিভাবে সাহায্য করব কইছে। আমার বিরাট খুশি লাগতাছে।’

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com