অসহায় সৈয়দ আলীর পাশে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা
আব্দুর রহমান, নেত্রকোণাঃ “একটা হুইল চেয়ার যদি পাইতাম” শিরোনামে (২৪ মে) দৈনিক কালের কন্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেয়েছেন নেত্রকোণার মদন পৌরসভার সৈয়দ আলী (৮০)। বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা (২৪ মে) সোমবার রাতে ওই বৃদ্ধের জন্য হুইল চেয়ার, নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি পাঠিয়েছেন।
কামরুন্নেছা আশরাফ দীনা বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু’র স্ত্রী। সোমবার রাতে ওই বৃদ্ধের শারীরিক অবস্থা জানতে ভিডিও কলে যুক্ত হয়ে তার সাথে কথাও বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা মোবাইল ফোনে জানান, কালের কন্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। আমি তাৎক্ষণিক তার জন্য হুইল চেয়ার, নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গির ব্যবস্থা করি। তাকে ভাতার আওতায় আনাসহ সব ধরণের সহযোগীতা করা হবে।