অসহায় সৈয়দ আলীর পাশে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , মে ২৫, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণাঃ “একটা হুইল চেয়ার যদি পাইতাম” শিরোনামে (২৪ মে) দৈনিক কালের কন্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেয়েছেন নেত্রকোণার মদন পৌরসভার সৈয়দ আলী (৮০)। বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা (২৪ মে) সোমবার রাতে ওই বৃদ্ধের জন্য হুইল চেয়ার, নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি পাঠিয়েছেন।

কামরুন্নেছা আশরাফ দীনা বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু’র স্ত্রী। সোমবার রাতে ওই বৃদ্ধের শারীরিক অবস্থা জানতে ভিডিও কলে যুক্ত হয়ে তার সাথে কথাও বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা মোবাইল ফোনে জানান, কালের কন্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। আমি তাৎক্ষণিক তার জন্য হুইল চেয়ার, নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গির ব্যবস্থা করি। তাকে ভাতার আওতায় আনাসহ সব ধরণের সহযোগীতা করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com