অসহায় দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন


পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগযুবলীগ পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে দুঃস্থ-অসহায় ও গরিব-দুখীদের মাঝে ইফতার বিতরণ করেছন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। মঙ্গলবার (০৪ মে ) ইফতারের পূর্ব মুহূর্তে পূর্বধলা প্রেসক্লাবের সামনে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, জুলফিকার আলী শাহিন, সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান প্রমুখ। দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান রাফি, আনিসুর রহমান রুবেল, শহিদুল ইসলাম আঙ্গুর, মুকুল কায়সার আকন্দ, আনিসুর রহমান জুয়েল, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহম্মেদ, এনায়েত কবির রুবেল, কামরুল ইসলাম কৃষকলীগ নেতা রহমত আলী, আব্দুল আজিজ ও এরশাদ হোসেন প্রমুখ।
ইফতার বিতরণের সময় দেখা যায়, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন রাস্তায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের নেতা-কর্মীবৃন্দ। এ সময় তিনি বলেন, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের কারণে অনেক রিকশাচালক, দিনমজুরের আয়-রোজগার কম। যার কারণে আমি ইফতারের পূর্ব মুহূর্তে কিছু মানুষের মাঝে ইফতার বিতরণ করলাম। এ সময় দেখা যায় তিনি রিকশাচালক, দিনমজুরি, দুঃস্থ ও অসহায়দের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন।