অমর একুশের স্বরণে আলহেরা কারিমিয়া মাদরাসার ক্রীড়া প্রতিযোগীতা”

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২১
ছবি: বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারি পালন করে ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে পূর্বধলা উপজেলা সদরের নয়াপাড়া গ্রামস্থ আলহেরা কারিমিয়া মাদরাসা। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় অত্র মাদরাসার শিক্ষার্থী ও এলাকার লোকজন অংশ নেন। প্রথমেই ঝুলন্ত চকলেট উদ্ধার, মুরগের লড়াই, গুপ্তধন উদ্ধার, পাতিল ভাঙ্গাসহ অন্যান্য খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এসময় অত্র মাদরাসার পরিচালক মো: আলমগীর হোসেন মিসবাহ্’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসকাবের সদস্য মোস্তাক আহমেদ খান, মো: আল মুনসুর, অভিভাবক মো: ফজলুল হক প্রমুখ।
পরিচালক মো: আলমগীর হোসেন মিসবাহ্’র জানান, প্রতি বছরই সে শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য আয়োজনটি অব্যহত রাখতে চান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com